জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

একই দিনে ওই মামলায় সাজাপ্রাপ্ত অপর দুই আসামি- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিল শুনানির দিনও ধার্য হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার দুই আপিলসহ দুদকের আবেদনের শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৭ জুন খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করা হয়।

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন নানা মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে এখন কারাবন্দি। বাকি তিন আসামি হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার ফুফাতো ভাই মোমিনুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী।