অপরাধ সংবাদ, কৃষি কথা | তারিখঃ জুন ৩০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 814 বার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালীর সদর উপজেলায় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামের আব্দুল মন্নাছের ছেলে ইব্রাহিম খলিল রুবেল(২৫), তাজমাহতাবপুর গ্রামের রফিক উল্যার ছেলে ইমাইল হোসেন (২৩), মৃত নুরুল হকের ছেলে ইয়াসিন আরাফাত জাবেদ (২৪) ও জেলার কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (২৭)।
জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি)আবুল খায়ের জানান, শনিবার দুপুরে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply