তুরস্কের পূর্বাঞ্চলে ইরান সীমান্তের লেক ভ্যান নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ জন অভিবাসী প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে সেদেশের পুলিশ। এর মধ্যে ‘একাধিক বাংলাদেশি’ থাকতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন তুর্ক।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বুধবার জানান, নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক রয়েছেন।

নৌকাটি গত ২৭ জুন হারিয়ে যায়। পরে ঝড়ের কবলে পড়ে।

পূর্ব প্রদেশে সংবাদ সম্মেলনে সয়লু সাংবাদিকদের বলেন, ‘মানব পাচারে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে তুরস্কের এই এলাকা দিয়ে অভিবাসী প্রত্যাশীরা প্রায়ই জীবনের ঝুঁকি নেন। এই নৌকায় ৫৫ থেকে ৬০ জন ছিল বলে ধারণা করা হচ্ছে। সবাইকে এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

এই একই নদীতে গত ডিসেম্বরে ৭০ জনকে নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। তখন ৭ জন মারা যান।

গত কয়েক বছর ধরে ইউরোপে যারা অবৈধভাবে প্রবেশ করেছেন তাদের বড় একটি অংশ তুরস্ক দিয়ে গেছেন। দেশটির সরকার অনেক চেষ্টা করেও এসব থামাতে পারছে না।