জেলা সংবাদ | তারিখঃ জুন ১৮, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 503 বার
লক্ষ্মীপুর জেলায় করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে মোট ১০ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫০৩ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌর শহরের আঙ্গার পাড়া এলাকার বাসিন্দা বাবুল কাজী (৬৫) করোনা উপসর্গ নিয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। ভর্তি হওয়ার পরে তিনি মারা যান। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। এছাড়া রামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৮০ বছর বৃদ্ধ সুলতান পাটোয়ারী মারা যান। নমুনা সংগ্রহ করা হয়ে ওই বৃদ্ধের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে রামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত মারা গেলেন ৫ জন।
এদিকে, তৃতীয় দিনের মতো লক্ষ্মীপুর সদরসহ ৫টি উপজেলার ৪টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রেডজোন হিসেবে লকডাউন চলছে। এর ফলে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি দপ্তর বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেঁধে মানুষ এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
Leave a Reply