অর্থনীতি | তারিখঃ জুন ৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 767 বার
কোভিড-১৯ মহামারিতে অর্থনীতির বিভিন্ন সূচক চাপের মধ্যে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড সৃষ্টি করে ৩৪ দশমিক ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
করোনার সাধারণ ছুটিতে বাংলাদেশকে সহায়তা দিতে আইএমএফ গত ২৯ মে ৭২৩ মিলিয়ন ডলার শূন্য সুদের ঋণ অনুমোদন দেয়, যেটা গতকাল একবারে পুরো ছাড় করেছে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ডের মাইলফলক পার হলো।
এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রিজার্ভ সর্বোচ্চ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আইএমএফ এর ঋণের অর্থ একবারে পেয়ে যাওয়ায় রিজার্ভ বেড়েছে।
Leave a Reply