গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনায় উদ্বেগের কথা জানালেও নির্বাচনে সহিংসতা কমে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ সরকার একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ, যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। আমরা দেখতে চাই, সরকার তার অঙ্গীকার পূরণ করবে।
বৃহস্পতিবার ডিপ্লোম্যাটিক করসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব এর আলোচনা সভায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা জরুরি। আর সেজন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।‘তবে পুলিশের আচরণ, ব্যালট বাক্স ছিনতাইসহ কিছু বিষয়ে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কিছুটা উদ্বেগে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সিটি নির্বাচনগুলোতে বড় রকমের সহিংসতা না ঘটায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট।’
ডিকাব সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।