আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের করোনা শনাক্ত হয়েছে। কিছু সময় আগে তার রিপোর্ট পজিটিভ এসেছে।

সোমবার (১ জুন) রাতে নাসিমের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিও অ্যান্ড ডিরেক্টর আল ইমরান চৌধুরী।

তিনি বলেন, ‘সোমবার দুপুর ১২টার সময় শ্বাসকষ্ট নিয়ে উনি (নাসিম) হাসপাতালে আসেন। এরপর করোনা উপসর্গ দেখতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে।’

আল ইমরান চৌধুরী আরো বলেন, বর্তমানে নাসিম সাহেব আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় সাংবাদিকদের বলেন, ‘আমার বাবার বর্তমান শারীরিক অবস্থা খুবই দুর্বল। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তিনি এখন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে আছেন। আপাতত এখানেই তিনি চিকিৎসাধীন থাকবেন। সমস্যা বেশি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচএ) স্থানান্তর করা হবে।’