মুন্সীগঞ্জে ব্লগার শাহজাহান বাচ্চু হত্যার আসামী জঙ্গী আব্দুর রহমান (৩৪) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। বুধবার দিবাগত ভোর রাতে সিরাজদিখান থানার বালুর চরে এই বন্দুক যুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে । এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডিআইওয়ান) মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ জুন পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে গাজীপুর থেকে জেএসবির এই সদস্যকে গ্রেফতার করে। বাকি সঙ্গীদের ধরতে বুধবার দিবাগত রাত একটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে তাদের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরে আব্দুর রহমানকে নিয়ে ফিরে আসার সময় পুলিশের ওপর হামলা চালায় রহমানের সঙ্গীরা। পুলিশও পাল্টা হামলা চালালে আব্দুর রহমান নিহত হয়। এ ঘটনায় সিরাজদিখান থানার তিন পুলিশ সদস্য এএসআই দেলোয়ার, হাসান এবং কনস্টেবল মোশারফ আহত হয়। জঙ্গিরা দুই মাস ধরে খাস মহল বালুর চরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। এসময় হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে পুলশ সুপার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন ডি আই ওয়ান।

নিহত আব্দুর রহমানের বাড়ি পঞ্চগড়ে।