জেলা সংবাদ | তারিখঃ এপ্রিল ১৩, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 728 বার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে ২৮ বস্তা চাল উদ্ধারের পর এবার তাইন্দং ইউনিয়নের এক ইউপি সদস্যের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ অভিযান চালিয়ে তাইন্দং হতে এ চাউল উদ্ধার করেন। চাল উদ্ধারের পর তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন তার ভাড়া গুদামে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউল মজুদ করেছে জেনে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। অভিযান চালিয়ে ইউপি সদস্যের গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫৮ টি বস্তা জব্দ করে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জালাল উদ্দিনের গুদামে অভিযান পরিচালনা করে গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ করি। সরকারি চাল মজুদের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
Leave a Reply