বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন এবং মৃত্যুবরণ করেছেন নয় জন।

করোনাভাইরাস মোকাবেলায় দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এদিকে, করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে তথ্য সহজলভ্য করার জন্য করোনা ইনফো নামে নতুন ওয়েবসাইট চালু করেছে সরকার। এ ওয়েবসাইটের লিংক: www.corona.gov.bd।

রবিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, দেশে করোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় পরামর্শ ও সাম্প্রতিক তথ্য দ্রুত পেতে এই ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও জ্বর, সর্দি, কাশি হলে যে কোনো ব্যক্তি আগের মতোই স্বাস্থ্য অধিদপ্তরের ৩৩৩ বা ১৬২৬৩ নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।