বাংলাদেশের সঙ্গে ১০ দেশের সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রাখার সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধের ঘোষণা করা হলেও, সরকার তা বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।

অন্যদিকে ৩০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।