জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 559 বার

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন । রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখা ১ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখতকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) এবং ময়মনসিংহ বিভাগের কমিশনার জিএম সালেহ উদ্দিনকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর প্রদান করা হয়েছে।
Leave a Reply