খেলাধুলা | তারিখঃ জুন ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 549 বার
শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ মুহূর্তের জয়সূচক গোলে সুইডেনকে হারিয়ে দিলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।
হারলে বিশ্বকাপ থেকেই বিদায়ের আশঙ্কা ছিলো। মাঠে নেমে প্রথমে এক গোল হজম করে সেই আশঙ্কাকেই আরও জোরদার করেছিলো জোয়াকিম লো’র দল।
আজ হারলে রাশিয়ার সৈকত নগরী সোচিতে স্বপ্নের সলীল সমাধি হয়ে যেত জার্মানদের। এমনকি ড্র হলেও দ্বিতীয় পর্বে পা রাখাটা ঘোর অনিশ্চয়তায় পড়ে যেত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ২ ম্যাচে ৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে মেক্সিকো। ৩ পয়েন্ট নিয়ে জার্মানি টিকিয়ে রাখেছে দ্বিতীয় রাউন্ডের আশা। সুইডেনের পয়েন্টও অবশ্য ৩। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে ২৭ জুন কাজানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে জার্মানি।
এফ গ্রুপের খেলায় এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।
এর মধ্যে মেক্সিকো দু ম্যাচেই জয় পেয়েছে আর একটি করে জয় পেলো জার্মানি ও সুইডেন।
তবে জার্মানি পরবর্তী খেলা দক্ষিণ কোরিয়ার সাথে আর মেক্সিকো ও সুইডেন একে অন্যের বিরুদ্ধে লড়বে তাদের পরবর্তী ম্যাচে।
Leave a Reply