জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 627 বার
শনিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাসদের সাংসদ মঈন উদ্দিন খান বাদল সরকারকে সতর্ক করে বলেছেন, আত্মতুষ্টি বিপদ ঘটাতে পারে।
মঈন উদ্দীন খান বাদল বলেন, সংসদে একটা রোগ দেখা যাচ্ছে— আত্মতুষ্টি। এটা বিপদ ঘটাতে পারে। এই সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকতে যাচ্ছে, যা বিশ্বের সংসদীয় রাজনীতিতে বিরল। সংসদীয় রাজনীতিতে ১৫ বছর একটানা থাকা অনেকটা অসম্ভব। তিনি সাংসদদের আত্মতুষ্টিতে না ভুগে আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়ার আহ্বান জানান।
শিক্ষার মানের সমালোচনা করে বাদল বলেন, লেখাপড়ার মান ‘রাবিশ’। তিনি অর্থমন্ত্রীর এই শব্দটা নিয়েছেন।
সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে মঈন উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী প্রতিরক্ষার জন্য যা করেছেন তা অকল্পনীয়। অন্য সময় হলে তিনি এর সমালোচনা করতেন। তিনি বলেন, দক্ষিণ থেকে সমস্যা আসবে। দাঁত ভাঙা জবাব দিতে হবে। জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ হিসেবে সেরকম আচরণ করতে হবে। তথাকথিত মিয়ানমারকে জবাব দিতে হবে।
Leave a Reply