জাতীয় স্বদেশ | তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2406 বার

রাজধানীর বংশালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে পাঁচ মাদ্রাসাছাত্র দগ্ধ হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শিক্ষার্থীরা হলেন- জাভেদ (৭), মোস্তাকিম (৮), আব্দুর রহমান (৮), আশিক (৭) ও সালমান (৭)।
জানা যায়, হঠাৎ মাদরাসার পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফুলকির আগুন শিশুদের গায়ে পড়ে যায়। এতে পাঁচ শিশু দগ্ধ হয়। এ ঘটনায় তাদের শরীরের পাঁচ থেকে ১২ শতাংশ পুড়ে গেছে বলেও জানা যায়।
দগ্ধরা সবাই বংশাল থানাধীন আলুবাজার এলাকার মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
Leave a Reply