কুমিল্লার হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য আজ রোববার আপিল বিভাগে কার্যতালিকায় রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কার্যতালিকায় আবেদন দুটি ৯ ও ১০ নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে এ দুটি আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ হত্যা ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওইদিনই রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায়। আদালত পরদিন জামিন স্থগিত করে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন। সে অনুযায়ী ৩১ মে আপিল বিভাগ শুনানি শেষে জামিন স্থগিত রাখেন। পাশাপাশি হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার আদেশ দেন। এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত।