বিনোদন | তারিখঃ জুন ২৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 768 বার
শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
শুক্রবার রাতে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
পরীমনির ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গভীর রাতে তার অ্যাকাউন্টে হাসপাতালের একটি ছবি দিয়ে নায়িকা লিখেছেন, ‘আবারও।’
হাসপাতালে ভর্তির সময় তীব্র জ্বরে ভুগছিলেন পরীমনি। তাকে এখন হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।হাসপাতাল সূত্র জানিয়েছে, পরীমনির শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৬ জুন সকালে অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিত্রনায়িকাকে।
Leave a Reply