ইংলিশ প্রিমিয়ার লীগে অপ্রতিরোধ্য লিভারপুলকে থামানোর সাধ্য যেন কারো নেই। চলতি মৌসুমে এখনো বাকি ১২ রাউন্ড। ২৬ ম্যাচে ২৫ জয় ও ১ ড্রয়ে ৭৬ পয়েন্ট তুলে নিয়ে এখনই শিরোপার সুবাস পাচ্ছে লিভারপুল। এমন দুর্দান্ত পারফরমেন্সে অল রেড সমর্থকরা স্বাভাবিকভাবেই খুশি। বিপরীতে প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তেমনই একজন ১০ বছর বয়সী ড্যারাঘ কার্লি।
ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত স্কুল পড়–য়া এই আইরিশ বালক। লিভারপুলের এমন সাফল্যে ‘ব্যাথিত’ হয়ে ড্যারাঘ কার্লি ইয়ুর্গেন ক্লপের উদ্দেশ্যে চিঠি লেখে।
লিভারপুলের হার কামনা করে লেখা ম্যানইউর ক্ষুদে ভক্তের সেই চিঠির জবাবও দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ।
লিভারপুল কোচ কার্লির চিঠির জবাবে লেখেন, ‘তুমি হার দেখতে চাইলেও সারা বিশ্বের কোটি লিভারপুল সমর্থকরা জয় দেখতে চায়। আমার কাজ দলকে জিতিয়ে এগিয়ে নেয়া। দলকে পিছিয়ে দেয়া নয়। তাই আমি তোমার অনুরোধ রাখতে পারছি না। তুমি ভাগ্যবান হতে পার। কেননা ফুটবলে সবসময় জয় আসে না। আগামীতে আমরা হারতেও পারি। তবে আশা করছি আগামী ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা জয় করতে পারব। আমাদের শিরোপা জয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সব ক্লাবই প্রতিপক্ষকে সম্মান করে। আমি জানি দলের প্রতি ভালোবাসা থেকেই তুমি এ চিঠি লিখেছ। ম্যানইউ এবং ফুটবলের প্রতি তোমার এমন ভালোবাসাটা নষ্ট করোনা। তোমার মতো এমন সমর্থক পেয়ে ম্যানইউ সত্যিই ভাগ্যবান।’