বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, তাকে বাড়িতে সাত দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে ।বুধবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
মওদুদ বলেন, যখনই এসপি ও ওসির সঙ্গে আমি কথা বলেছি, তারা আকার-ইঙ্গিতে আমাকে বলেছেন, মন্ত্রীর নির্দেশ আছে, আপনাকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না।

মওদুদ আহমদ বলেন, ইফতারেও আমাকে বাইরে বের হতে দেয়নি পুলিশ। ঈদের দিনেও নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। পুলিশ বলছে, ওপরের নির্দেশেই তাকে আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সরকার জানে যে পরাজয় নিশ্চিত, তাই এভাবে তাকে আটকে রাখা হয়েছিল, তারা ভয়ে আতঙ্কে এমন আচরণ করছে আমাদের সঙ্গে।

তিনি আরও বলেন, নোয়াখালীতে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে দুর্বল। সুষ্ঠু নির্বাচন হলে নোয়াখালী থেকে একটি আসনও পাবে না আওয়ামী লীগ। তাই মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন মওদুদ আহমদ