অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে শেয়ার বাজারে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) শেয়ার ছাড়া হবে।

আজ দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে শুধু রূপালী ব্যাংকের শেয়ার রয়েছে বাজারে। শিগগিরই এ ব্যংকের শেয়ার ২৫ শতাংশ পর্যন্ত বাজারে ছাড়া হবে। পরে পর্যায়ক্রমে বিডিবিএল, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের শেয়ার ছাড়া হবে।”

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. মো. খাইরুল হোসেনসহ সরকারি এই পাঁচ ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা উপস্থিত ছিলেন।