জাতীয় স্বদেশ | তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 629 বার
রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে ভোর রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে কোনো প্রাণহানী হয়নি।
তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।
ভোরে আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ছুটে যায়। পরবর্তীতে তাতে যুক্ত হয় আরো ৪টি ইউনিট।
তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a Reply