বরিশাল, রাজশাহী ও সিলেট নির্বাচন বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। এই তিন সিটির নির্বাচনে অংশ নেবে তারা। এই লক্ষ্যে আজ বুধবার থেকে এই তিন সিটির দলীয় মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী ৩০ জুন এই তিন সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন- রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহীদের আজ বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে ১০ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র বিতরন করা হচ্ছে । শুরুতেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
উল্লেক্ষ্য,আগামী ৩০ জুলাই একই দিনে অনুষ্ঠিত হবে রাজশাহী, সিলেট এবং বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। সর্বশেষ নির্বাচনে এ তিন সিটিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে গিয়েছিল। এবার প্রথমবারের মতো ওই তিন নগরীতে নির্বাচন হবে দলীয় মনোনয়নে।