বুধবার মার্কিন সময় বেলা ৪ টায় অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মার্কিন সিনেটে অভিশংসন ইস্যুতে ভোটাভুটি শুরু হয়। তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগের ১ম টিতে ৫২-৪৮ এবং ২য় টিতে ৫৩-৪৭ ভোট পান প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে অভিশংসন থেকে এ যাত্রায় রেহাই পেলেন তিনি। উপস্থিত দুই-তৃতীয়াংশ সিনেটর তাকে দোষী সাব্যস্ত না করায় ট্রাম্প দোষী নয় বলে রায় দেন এই তদন্তের সভাপতিত্বকারী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।বিবিসি, সিএনএন

তবে শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এই তদন্তকে তার বিরুদ্ধে একটি প্রতারণা হিসাবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছিলেন।এর পক্ষে তিনি যুক্তি দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রপতি হিসাবে ইউক্রেনকে চাপ দেয়ার অধিকার রাখেন। এসময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্মতি জানাতে অস্বীকৃতি জানান।

অভিশংসনে ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয় ১-ক্ষমতার অপব্যবহার এবং ২-কংগ্রেসের কাজে বাধা প্রদান। এ দুটি অভিযোগে গত ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন মার্কিন প্রেসিডেন্ট।মূলত হাউস অব রিপ্রেজেন্টেটিভস ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত। ফলে সেখানে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে হয়নি ডেমোক্র্যাটদের।

মন্ত্রিসভায় কোম্পানি আইন-২০২০ সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন ≣ এসএ গেমসে স্বর্ণজয়ী ৩ ক্রীড়াবিদকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী ≣ কাশ্মীরে গাইডেড ট্যুরে আপত্তি, মোদীর আমন্ত্রণ ফেরাল ইউ’এর ১৭টি দেশ
কিন্তু সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত।অভিশংসনের শুরু থেকেই তারা চায়নি তাদের দলীয় প্রেসিডেন্ট কোনো ধরনের বিচারের সম্মুখীন হোক। বলা যায় সেখানে অভিশংসনের বিরুদ্ধে নামেমাত্র শুনানি হয়েছে। যার ফলে অভিশংসন থেকে মুক্তি পেয়ে গেলেন ট্রাম্প।

মূলত ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপে, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের হয়ে ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের আহ্বান জানান। জো বাইডেনের ছেলে হান্টার ইউক্রেনের জ্বালানী ফার্ম বুরিশমার একজন বোর্ড সদস্য।এসমইয় ট্রাম্প ইউক্রেনকে হুমকি দে যে যদি তা না করা হয় তাহলে তিনি সামরিক সহায়তা স্থগিত করে দিবেন।

দ্বিতীয় অভিযোগটি হচ্ছে, গত বছর অভিশংসন শুনানিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান ট্রাম্প, যার মাধ্যমে তিনি কংগ্রেসের কাজে বাধা দেন।

এ নিয়ে তৃতীয়বারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসন বিচারের মুখে পড়লেন। এর আগে আরো যে দুজন মার্কিন প্রেসিডেন্ট নিম্নকক্ষে অভিশংসিত হয়েছিলেন তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।কিন্তু কারও বিরুদ্ধে সিনেটে অভিশংসনের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট না পড়ায় শেষ পর্যন্ত তাদের কাউকে ক্ষমতা ছাড়তে হয়নি