ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪নং ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে সাংবাদিক দুর্বৃত্তদের অস্ত্রের (রামদা) আঘাতে রক্তাক্ত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তি‌নি আগাম‌ি নিউজ ২৪.কম নামক এক‌টি অনলাইন পোর্টা‌লে কাজ ক‌রেন।

একই সসময় নিকুঞ্জে জানে আলম স্কুল কেন্দ্রে বার্তা সংস্থা পিবিএ এর বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবালও আক্রমণের শিকার হন। গুরুতর জখম হন তিনি। তার ক্যামেরা ভাংচুর করা হয়। সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমনকে শিকদার মেডিকেলে নেয়ার পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকনের লোকজন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, সকাল থেকেই পুলিশের সামনে সশস্ত্র মহড়া দিচ্ছে।

এছাড়াও ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ প্রতিদিন ও সমকাল সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এজেন্ট বের করে দেওয়ার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করার কারণে টিকাটুলিতে ফটো সাংবাদিক পরিবর্তন ডটকমের ওসমান গনির উপর হামলার অভিযোগ এসেছে।