পুরান ঢাকার চকবাজার এলাকায় ৩০ নম্বর ওয়ার্ডে নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থী হাসান পিল্লু ও ইরফান সেলিমের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পরে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্বাচনী জনসংযোগ চলাকালে কাউন্সিলর প্রার্থী পিল্লুর সমর্থক ও ইরফান সেলিমের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ওসি জানান, নির্বাচন প্রচারণার সময় কাউন্সিলর প্রার্থী পিল্লু ও ইরফান সেলিমের সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। তবে বড় কিছু ঘটনার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মেয়রপ্রার্থী ফজলে নূর তাপস জনসংযোগ করছিলেন বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, বর্তমান কাউন্সিলর পিল্লু আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের ভাগ্নে। তিনি আবারো আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। অপর দিকে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন। এ নিয়ে শুরু থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।