পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় মানুষদের জীবনমানের উন্নয়নে করতোয়া সোলার লিমিটেড (কেএসএল) এর সাথে ৩০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট স্থাপন ও পাওয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এই চুক্তির ফলে কেএসএলের উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে বিপিডিবি।

বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড (৮০%) এবং জিয়াংসু ঝংটিয়ান টেকনোলজি কো. লিমিটেড (২০%) যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত করতোয়া সোলার ১৩০ একর জমির উপর এই প্রকল্প বাস্তবায়ন করবে।

বিপিডিবি সচিব সাইফুল ইসলাম আজাদ ও কেএসএলের ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এই চুক্তি স্বাক্ষর করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়েজুল আমিন, পাওয়ার গ্রিড কোম্পানী অফ বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) কোম্পানি সেক্রেটারি জাহাঙ্গীর আজাদসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন।

এই চুক্তির ফলে আগামি ২০ বছর ১৩.৯টাকা করে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে বিপিডিবি। যৌথ উদ্যোগের এই প্রকল্পে আগামি ৮ মাসে ৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। সূত্র : বাসস