যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য ‘শান্তি পরিকল্পনা’ প্রকাশিত হতে পারে।

গতকাল (২৩ জানুয়ারি) মায়ামিতে রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন ডিসি সফরের আগে এই শান্তি পরিকল্পনা প্রকাশ করা হবে।”

কিন্তু, ফিলিস্তিনিরা তার পরিকল্পনার বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার রাষ্ট্রপতি জানিয়েছেন, এ পরিকল্পনা নিয়ে তার প্রশাসন ফিলিস্তিনের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেছে। তবে, এই পরিকল্পনা প্রকাশের আগেই তারা এটি প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেছেন, “পরিকল্পনাটি ফিলিস্তিনের জন্য উপকারী হবে। এটি একটি দুর্দান্ত পরিকল্পনা। যা সত্যিই কার্যকর হবে।”

গত ১৬ জানুয়ারি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদিনেহ বলেছিলেন, “ইসরাইল ও মার্কিন প্রশাসনকে কোনও রেড লাইন অতিক্রম না করার জন্য সতর্ক করা হয়েছে।”

এর আগে গত সপ্তাহে এক টুইটার বার্তায় ট্রাম্প জানিয়েছিলেন পরিকল্পনাটি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

কিন্তু, গতকাল এয়ার ফোর্স ওয়ানে তিনি নিশ্চিত করেছেন নেতানিয়াহুর সফরের আগেই এটি প্রকাশিত হবে।