আর্সেনালের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না চেলসি। বরং দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরল আর্সেনাল। গতকাল মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ২-২ গোলে ড্র দিয়ে খেলা শেষ করে দুপক্ষ।

ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর এই ম্যাচটির ২৬তম মিনিটে ১০ জনের দলে নেমে আসে আর্সেনাল। এর দুই মিনিট পর এগিয়ে যায় চেলসি।

প্রতিপক্ষের ফরোয়ার্ড ট্যামি আব্রাহামকে নিজেদের ডি-বক্সে দাভিদ লুইস ফেলে দিলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ওই পেনাল্টি থেকেই বল জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।

এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্র্যাংক ল্যাম্পার্ডের শিষ্যরা।

তবে দ্বিতীয়াধের ৬৩তম মিনিটে অসাধারণ এক গোলে দলকে সমতায় ফেরান আর্সেনালের মার্তিনেলি। প্রতিপক্ষের কর্নার থেকে বল ধরে পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

অবশ্য ৮৪তম মিনিটে আসপিলিকুয়েতার গোলে আবারো এগিয়ে যায় চেলসি। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৮৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে আর্সেনালকে আরেক দফা সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার বেইয়েরিন।

বাকী সময়ে আর কোনো গোল না হলে ড্র দিয়ে খেলা শেষ করে দুপক্ষই।

২৪ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। আর ৩০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে আর্সেনাল।