অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ১৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 863 বার
রাজধানীর বাড্ডায় মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পর সন্ত্রাসীদের গুলিতে ফরহাদ অালী (৪৫) নামে অাওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।শুক্রবার জুমার নামাজের পরপর উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। তিনি বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার উত্তরবাড্ডা আলীর মোড়ে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তিনি।কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। দুর্বৃত্তরা মোটর সাইকেলে এসেছিলেন বলে জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার (বাড্ডা) আশরাফুল ইসলাম। তিনি বলেন, দুর্বৃত্তরা সংখ্যায় দুজন ছিলেন বলে জানা গেছে। তারা মোটর সাইকেলে এসে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Leave a Reply