কক্সবাজার জেলার মহেশখালীতে আগ্নেয় অস্ত্র তৈরির কারিগর আব্দুর রহিম ওরফে মালেককে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এক অভিযানে উপজেলার হোয়ানক পানিরছড়া এলাকা থাকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপনে খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর ও ওসি (তদন্ত) বাবুল আযাদের নেতৃত্বে পানিরছড়ার পূর্ব পাশে ছরার আগা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, রাইফেলের গুলি, কার্তুজ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, মালেক দীর্ঘদিন থেকে গহিন পাহাড়ে অস্ত্র তৈরি করে চিহ্নিত সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মহেশখালীকে অবৈধ অস্ত্র মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।