জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 828 বার
কারাবন্দী বিএনপি চেয়ারপারস্ন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ) যেতে রাজি নন । তিনি চিকিৎসা নিতে ইউনাইটেড হাসপাতালে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তিনি কারা কর্তৃপক্ষকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এদিকে পারিবারিক খরচে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার।
আবেদনের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার সাংবাদিকদের বলেন, ‘আগে খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালেই নিয়মিত চিকিৎসা করাতেন। তার রোগ সম্পর্কে এখানকার চিকিৎসক ওয়াকিবহাল। এর আগে সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সেটা প্রত্যাখ্যান করেন দুর্নীতির মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত কারাবন্দি খালেদা জিয়া।
Leave a Reply