জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ জুন ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 949 বার
নোয়াখালীর সেনবাগের কাবিলপুর হাজী মোকছুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ও সেনবাগ উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন বাবলু। মঙ্গলবার দুপুরে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন হয়েছে। এতে বিএনপি নেতা জামাল উদ্দিন বাবলু পেয়েছেন ৪ ভোট স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলম পেয়েছেন ৩ ভোট। ১ ভোট বাতিল। প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদ এক ভোটে বাবলুকে বিজয়ী ঘোষণা করেন। ম্যানেজিং কমিটির ৮ জন সদস্য এই ভোটে অংশ নেন।প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুল ম্যানেজিং কমিটির ভোটে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য বিএনপির প্রার্থীর কাছে হেরে যাওয়ায় এ নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
Leave a Reply