সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি । ছবিতে দেখা যাচ্ছে, মোবাইলে এক গ্র্যাজুয়েটের ছবি তুলছে একটি ছোট্ট ছেলে। জানা গেছে, তারা সম্পর্কে মা-ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে এই ছবিটি ক্যামেরাবন্দি হয়ে ফেসবুকে এসেছে।

আব্দুল করিম বিন আব্বাস নামের একজন শনিবার এভারগ্রিন বাংলাদেশ ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। লাভ ইমোজি সংযুক্ত করে ক্যাপশন দিয়েছেন, ‘গ্র্যাজুয়েট মায়ের ছবি তুলছে তার ছেলে! জগন্নাথ বিশ্ববিদ্যালয়!’

ছবিতে দেখা যাচ্ছে, সমাবর্তন বোর্ডের সামনে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন এক গ্র্যাজুয়েট। মাথায় সমাবর্তন টুপি ও গায়ে গাউন পরিহিত ওই গ্র্যাজুয়েট স্মিত হাসিমুখে ছবির জন্য পোচ দিচ্ছেন। তার সামনেই একটু দূরে দাঁড়িয়ে মাথায় টুপি ও শীতের পোশাক পরিহিত ছোট্ট ছেলে মোবাইল তাক করে গ্র্যাজুয়েটের ছবি তুলছে।

বিকেল ৪টা ৪৪ মিনিটে পোস্ট করা হয় ছবিটি। দুই ঘণ্টার ব্যবধানে ৭৫ হাজার ব্যক্তি প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন তিনশ জনের বেশি। শেয়ার হয়েছে ২১২ বার।

ছবিটি পোস্ট করে তাদের মা-ছেলে বলে পরিচয় দেয়া হলেও বিস্তারিত তথ্য উল্লেখ নেই। ফলে ওই গ্র্যাজুয়েট কোন বিভাগের ও কত সেশনের শিক্ষার্থী ছিলেন তা জানা যায়নি।

ছবির প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, ‘আমার ছেলে একদিন আমার ছবি তুলবে। ইনশাআল্লাহ।’ আরেকজন লিখেছেন, ‘সেরা ছবি।’উৎস জাগো নিউজ