তুরস্ক থেকে অবৈধভাবে গ্রীস অনুপ্রবেশ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ১০ বাংলাদেশী আহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ।খবরে বলা হয় গত ১০ জানুয়ারী শুক্রবার গভীর রাতে একটি গাড়ীকে গ্রীস পুলিশ গ্রীসের উওরাঞ্চলের কাভালা শহরের কাছে থামার জন্য সিগন্যাল দেয় । কিন্তু ড্রাইভার গাড়ীটি না থামিয়ে পুলিশের ধাওয়ায় দ্রুত পালাতে গিয়ে রাস্তায় অন্য একটি গাড়ীকে ধাক্কা দেয় । তাতে গাড়ীতে থাকা ১২ অভিবাসি আহত হয় । তাদেরকে গ্রীস পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করে । গ্রীস পুলিশ জানিয়েছে এসব অভিবাসী তুরস্ক থেকে অবৈধ উপায়ে দালালের মাধ্যমে গ্রীসে প্রবেশ করেছে । আহত ১২ অভিবাসীর মধ্যে ১০ জন বাংলাদেশী । ২ জন সিরিয়ান এবং ড্রাইভার গ্রীসের নাগরীক । জানাগেছে , সিরিয়ান দুই অভিবাসীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে । গ্রীস ড্রাইভারের বিরুদ্ধে আদম পাচারের জন্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে । তবে আহত ১০ বাংলাদেশীর কাউকেই ছাড়া হয়নি । তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।