নোয়াখালীর সুবর্ণচরে বাণিজ্যিকভাবে ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠছে। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় পালনের পুরো প্রক্রিয়ার সাথেই জড়িত এখানের গ্রামীণ নারীরা। ভেড়া পালন করে তারা হচ্ছেন সাবলম্বী।
কম পুঁজিতে ও কম শ্রম লাগায় সুবর্ণচরে গড়ে উঠছে নতুন নতুন ভেড়ার খামার। ১০ থেকে ১৫টি ভেড়ার একটি খামারে খরচ বাদ দিয়ে বছরে আয় ৮০ হাজার থেকে এক লাখ টাকা।
যেকোন গবাদি পশুর চেয়ে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। মৃত্যু হারও কম। মাংসে জিংক, আয়রন এবং ভিটমিনের পরিমাণ বেশি। চর্বি ও কোলেস্টোরল কম থাকায় এর জনপ্রিয়তাও বাড়ছে।
এভাবে ভেড়ার খামার দেশের অন্যন্য অংশে গড়ে উঠলে প্রাণিজ আমিষের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। জাতীয় অর্থনীতিতে রাখবে অবদান- এমটাটই মনে করেন সংশ্লিষ্টরা।
যথাযথ সহযোগীতা পেলে ভেড়া পালন আরো বাড়বে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।