সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ নিয়ে অনেককিছু উপলব্ধি আছে যেমন, এটা করবেন না, এটি খাবেন না, বেরোবেন না, গ্রহণ দেখৱেন না, ইত্যাদি কারণ এটি মানুষের উপর নেতিবাচক প্রভাব রাখে। তবে জ্যোতিষ শাস্ত্রমতে রাশি ভেদে বিভিন্ন বিভিন্ন রাশির জাতক জাতিকার উপর গ্রহনের প্রভাব বিভিন্ন রকম হয়ে থাকে ।

দেখেনিন ২০২০ সালের ১০ জানুয়ারি প্রথম চন্দ্রগ্রহণ কেমন প্রভাব ফেলবে প্রত্যেকটা রাশির ওপর এর প্রভাব কেমন হতে পারে।

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের জীবন থেকে নানা ধরনের অস্বস্তিকর পরিবেশ কেটে যেতে চলেছে। কাজের চাপ একটু হালকা রাখার চেষ্টা করুন।

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা অনেক দিন ধরে যে ঘটনায় বিব্রত হচ্ছিলেন, সে ঘটনা থেকে মুক্তি পেতে চলেছেন। ধীর মস্তিষ্কে কাজ করুন।

মিথুন: ব্যবসায় প্রবল উন্নতি যোগ শুরু হবে এই সময় থেকে। তবে অবসাদগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কর্কট: যে কোনও নতুন কাজ করার ভাবনা চিন্তা করতে পারেন। আপনার অজান্তেই আপনি কারও মনে দুঃখ দিয়ে ফেলতে পারেন।

সিংহ: জীবনে এমন কিছু ঘটতে পারে, যা আপনি কখনও ভাবেননি। নিজের জন্য সময় বের করে নিন, কিছুটা ভাল ফল পাবেন।

কন্যা: বন্ধুদের সঙ্গে খুব সাবধানে মেলামেশা করতে হবে, মনোমালিন্য সৃষ্টি হতে পারে। সব কাজ একটু চিন্তা ভাবনা করে করতে হবে।

তুলা: এই রাশির মানুষরা কেরিয়ারে চরম উন্নতি করতে পারবেন, কিন্তু ব্যক্তিগত জীবনে অশান্তি ভোগ করতে হতে পারে। প্রেমের দিকে বিশেষ করে নজর দিতে হবে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নেতিবাচক ভাবনা চিন্তাগুলোকে একটু সরিয়ে ফেলতে হবে। নিজের জন্য কিছু পরিস্থিতির কারণে বেগ পেতে হতে পারে।

ধনু: খরচ খুব বুঝে করতে হবে, তা না হলে অর্থ নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। নানা বিষয়ে চিন্তিত হতে পারেন।

মকর: নিজের ভালবাসার মানুষের প্রতি বিশেষ ভাবে যত্নশীল হতে হবে।

কুম্ভ: সহকর্মীদের সঙ্গে একটু বুঝে চলতে হবে। এই সময় থেকে আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন।

মীন: প্রেমের ক্ষেত্রে পুরনো সব চিন্তা ভাবনা ছেড়ে নতুন উদ্যমে এগিয়ে চলতে হবে।