নোয়াখালীর হাতিয়া উপজেলা মেঘনা নদী থেকে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। স্থানীয় ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভির চর থেকে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করে।আটকৃতদের কাছ থেকে দুুুটি বন্দুক চার রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করে।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে করতে পেরে আরও ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়। পরে আজ সকাল সাড়ে দশটায় গ্রেফতারকৃত ডাকাতদের হাতিয়া থানায় সোপর্দ করে কোস্টগার্ড।
আটকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার গ্রামের মৃত মাহমুদুল্লাহ ছেলে আইয়ুব নবী(৪৫) একই উপজেলার নূর মোহাম্মদের ছেলে মোঃ ফরিদ(৩০)
হাতিয়া কোস্টগার্ডের লে.কমান্ডার মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।