জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ জুন ১২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 739 বার
জাতীয় পার্টি মহাজোটে নেই আর কখনও মহাজোটে থাকবেও না বলে জানালেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার রাজধানীর কদমতলীর বালুর মাঠে শ্যামপুর-কদতমলী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় একথা জানান তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে এককভাবে নির্বাচনে প্রার্থী দেবে। এই বিষয়ে আমরা আমাদের অবস্থানে অনড় আছি।
রমজান এলেই দেশে দ্রব্যমূল্য বাড়ার হিড়িক পড়ে উল্লেখ করে তিনি বলেন, এমন নজির পৃথিবীর কোথাও নেই। এতেই বোঝা যায় যে আমরা ইসলামের চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ।
Leave a Reply