জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ১২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 556 বার
৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ মঙ্গলবার এক বিশেষ বৈঠকের পর এই ফল প্রকাশ হয়।
বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ফল প্রকাশ করা হয়েছে।
পিএসসি চেয়ারম্যান জানান, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃতদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২০ জন, তথ্যে ১৪ জন, কৃষিতে ৫০ জন, মৎস্যে ৭৯ জন, প্রাণিসম্পদে ৪৭ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জন রয়েছেন।
Leave a Reply