খেলাধুলা | তারিখঃ জানুয়ারি ৫, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 389 বার
দেশের ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংস প্রথমবারের মতো ফেডারেশন কাপের শিরোপার স্বাদ পেয়েছে ।ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস।
গত মৌসুমে পেশাদার ফুটবলে প্রথমবারের মতো খেলতে নেমে ফেডারেশন কাপ প্রায় জিতেই নিয়েছিল কিংসরা। আবাহনীর অভিজ্ঞতার কাছে হার মেনে রানার্সআপ হয়ে খুশি থাকতে হয়েছিল। দেশের ফুটবলের নব্য শক্তিদের দ্বিতীয়বার ব্যর্থ হতে হয়নি। কাপে রহমতগঞ্জের চমক ঠেকিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, প্রথমবারের মতো কোনো ফাইনালে ওঠা রহমতগঞ্জ মাত্র এক কদম দূরে থেকে ফিরল শিরোপার আক্ষেপ নিয়ে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের ফাইনালে দর্শকে ভরা গ্যালারিতে ৪১ মিনিটে প্রথমে এগিয়ে যায় বসুন্ধরা। বিশ্বনাথ ঘোষের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফেরে রহমতগঞ্জ। কর্নার থেকে বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করেন দলটির অধিনায়ক মোমেদু বাহ।
সমতায় ফেরা ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত নিতে পারতো রহমতগঞ্জ, যদি গোলরক্ষক লিটন ৭১ মিনিটে বড় রকমের ভুল করে না বসতেন। নিজেদের ডি-বক্সে অহেতুক বল নিয়ে নড়াচড়া করতে করতে তার পা থেকে বল কেড়ে নিয়ে বসুন্ধরাকে জয়সূচক গোলটি এনে দেন কলিন্দ্রেস।
Leave a Reply