প্রথমবারের মতো কোনও বহুজাতিক ট্রফি জিতে বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টি করেছে নারী ক্রিকেট দল। এতোদিন অবহেলিত নারী দল সেই সাফল্যের জন্য এবার পাচ্ছে দুই কোটি টাকা।

রাজধানীর একটি হোটেলে আজ আয়োজিত বোর্ড সভা ও ইফতার শেষে এই ঘোষণা দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যক্তিগতভাবে প্রত্যেক ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা করে।

এর আগে রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারায় বাঘিনীরা। প্রতিযোগিতার গ্রুপ পর্বেও ভারতকে ৭ উইকেটে হারায় সালমা বাহিনী। গ্রুপ পর্বে পাকিস্তাকেও হারিয়েছে তারা।