বিনোদন | তারিখঃ ডিসেম্বর ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 672 বার
প্রথমবারের মতো পূর্ণদৈঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। আর এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও সোহানা সাবা। চলচ্চিত্রের নাম ‘মানিকের লাল কাঁকড়া’।
প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের জীবন কাহিনি নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হবে বলে জানা গেছে।
ফেরদৌস বলেন, ‘এরই মধ্যে সিনেমার বিষয়ে প্রাথমিক কথা হয়েছে। গল্প ও ভাবনা বেশ ভালো লেগেছে। তা ছাড়া অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম একটি শিশুতোষ সিনেমা করব। সব কিছু মিলে যাওয়ায় এতে অভিনয় করছি।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিনের মধ্যেই ছবির ঘোষণা দেওয়া হবে। আর আগামী বছরের শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হবে। ছবিতে আমি একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। নাম এখনই বলতে চাই না। আমার সহশিল্পী হিসেবে থাকবে সোহানা সাবা। আশা করি, দারুণ কিছু হতে যাচ্ছে।’
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন জানান, চলচ্চিত্রটি ঘিরে বেশ কিছু চমক থাকছে। খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে। জানা গেছে, ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা।উতস-নিরাপদ নিউজ
Leave a Reply