জৌতিষ পরামর্শ | তারিখঃ ডিসেম্বর ২৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 709 বার
জ্যোতিষ শাস্ত্র বিভিন্ন মুনি ঋষিদের জীবনব্যাপী গ্রহ ও নক্ষত্রের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার অবদান। নক্ষত্রাদির রাশি ও ভাবগত অবস্থান অনুযায়ী জ্যোতিষের বিভিন্ন সূত্রাবলী প্রয়োগের মাধ্যমে যুক্তিপূর্ণ বাস্তব পরামর্শ দেওয়া ও সঠিক পথ দেখানোই প্রকৃত জ্যোতিষীর লক্ষণ।
এই জ্যোতিষ শাস্ত্র আপনার জ্যোতিষী হওয়ার যোগ সম্পর্কে কী বলছে দেখে নেওয়া যাক –
১) যদি দশম-পতি বুধের নবাংশে অবস্থান করে তবে জাতক-জাতিকা-জাতিকা জ্যোতিষ কর্মে নিযুক্ত হতে পারবেন।
২) মিথুন রাশিতে রবির অবস্থান জ্যোতিষশাস্ত্রে আগ্রহকে নির্দেশ করে। আবার সিংহরাশিতে চন্দ্র, বুধ দ্বারা দৃষ্ট হলেও জাতক-জাতিকা-জাতিকা জ্যোতিষী হতে পারবেন।
৩) যদি লগ্ন-পতি তৃতীয়ে অবস্থান করে, তাহলে কোনও ব্যক্তি বিখ্যাত জ্যোতিষী হতে পারেন।
৪) দশম-পতি বুধের রাশিতে অবস্থান করলে জাতক-জাতিকা-জাতিকা জ্যোতিষী হতে পারেন।
৫) যদি পঞ্চম-পতি দ্বিতীয়ে শুভ যোগ সৃষ্টি করে অবস্থান তবে জাতক-জাতিকা-জাতিকা জ্যোতিষী হবেন, এবং তার ভবিষ্যৎ বানী সঠিকভাবে মিলবে।
৬) যদি দ্বিতীয়-পতি রবি বা মঙ্গল হয়ে বৃহস্পতি ও শুক্র যুক্ত অথবা দৃষ্ট হয় তবে জাতক-জাতিকা ভাল জ্যোতিষী হতে পারবেন।
৭) বুধ কেন্দ্রস্থ, পঞ্চম বা দ্বিতীয়ে অবস্থান করলে অথবা রবি ও বুধ একত্রে দ্বিতীয়ে বা পঞ্চমে অবস্থান করলে জাতক-জাতিকা জ্যোতিষী করতে পারেন।
৮) কেতু লগ্ন বা পঞ্চম নামে বা কারকাংশে অবস্থান করলে তা জাতক-জাতিকাকে গণিত ও জ্যোতিষশাস্ত্রে পারদর্শী করে।
৯) রবি এবং বুধ অথবা বুধ এবং শুক্রের দ্বিতীয় অবস্থান কোনও জাতক-জাতিকাকে যুক্তিপূর্ণ কথাবার্তা, মিষ্টভাষী, বাকপটু এবং জ্যোতিষে পারদর্শী করে থাকে।
১০) দ্বিতীয় বা তৃতীয় বা পঞ্চম বা একাদশ-ভাবে বুধ বা শুক্র বা বৃহস্পতি বা কেতু বা পূর্ণচন্দ্রের অবস্থান বা যোগ দৃষ্টি সম্পর্ক জ্যোতিষ চর্চার সহায়ক।
১১) বুধের কন্যা রাশিতে অবস্থান কোনও জাতক-জাতিকাকে জ্যোতিষশাস্ত্রে আগ্রহী করতে পারে।
Leave a Reply