প্রবাস | তারিখঃ ডিসেম্বর ২৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 353 বার
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের বিটলিস প্রদেশের লেক ভ্যানে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ সাত অভিবাসীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৬৪ জনকে।
আজ বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাত তিনটায় এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর অফিসের বরাতে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটি তুরস্কের উত্তরে ইরান সীমান্ত সংলগ্ন আদিলসেভাজ জেলার দিকে যাচ্ছিল। ওই নৌকায় আরোহী ছিলেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসীরা।
প্রসঙ্গত, এই অঞ্চল দিয়ে অভিবাসীরা প্রায়ই তুরস্ক হয়ে পশ্চিম ইউরোপের দিকে যাত্রা করে থাকে। তবে, এই নৌকার আরোহীরা কই যাচ্ছিল তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গ্রিসের দিকে যাচ্ছিলেন। কতজন বাংলাদেশি ওই নৌকায় আরোহী ছিলেন, তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এদিকে, নৌকাডুবির পরই ঘটনাস্থল থেকে মৃত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে স্থানীয় প্রশাসন। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply