অপরাধ সংবাদ, কৃষি কথা, জেলা সংবাদ | তারিখঃ জুন ৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 722 বার
কুমিল্লা জেলার দেবীদ্বারে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য, দেবীদ্বার মেডিনোভা হাসপাতালের (প্রাঃ লিঃ) পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ও গুনাইঘর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে , গত মঙ্গলবার দুপুরে উপজেলার মরিচাকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওই ছাত্রী কোচিং করছিল। এ সময় ওই ছাত্রীকে ক্লাশ থেকে ডেকে লাইব্রেরিতে নিয়ে যান সিরাজুল ইসলাম। পরে তাকে লাইব্রেরির টয়লেটের পাশে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেওয়ার পাশাপাশি শ্লিলতাহানীর চেষ্টা করেন সিরাজুল। এ সময় ওই ছাত্রীটি কৌশলে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানান। এরপর বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) জুবরাজ চন্দ্র বিশ্বাস বলেন, আসামি সিরাজুল ইসলামকে কোর্ট হাজতে চালান করা হয়েছে। নির্যাতিতা ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড করতে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে।
Leave a Reply