খেলাধুলা | তারিখঃ জুন ৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 803 বার
ফরাসি ওপেন মেয়েদের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠেছে গারবিন মুগুরুসা। রাশিয়ান তারকাকে স্ট্রেট সেটে হারিয়ে মাত্র ৭০ মিনিটের মাথায় জয় ছিনিয়ে নিয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছেন তিনি।
বুধবার মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে কোনো প্রতিরোধই গড়তে পারেনি পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন শারাপোভা। একপেশে লড়াইয়ে তাকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন মুগুরুসা।
গতবারের উইম্বলডন বিজয়ী মুগুরুসা এবারের ফরাসি ওপেনে এখন পর্যন্ত কোনো সেট হারেননি। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তৃতীয় বাছাই ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রতিপক্ষ শীর্ষ বাছাই সিমোনা হালেপ।
Leave a Reply