দক্ষিণ আফ্রিকার লিম্পোপোর জনিন নামক এলাকায় লিমন নামে এক বাংলাদেশিকে রাতে আফ্রিকার সন্ত্রাসীরা কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ত্রাসীরা দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে লিমনের গায়ে আগুন দিয়ে তাকে দগ্ধ করে।

লিমনের ব্যবসায়িক পার্টনার রেজাউল অন্যত্র কাজ করতে যাওয়ায় সে রাতে দোকানে একা ছিল। এদিকে লিমনের পার্টনার রেজাউল বাইরের কাজ শেষ করতে দেরী হওয়ায় অল্প কিছু দূরে পাশের আরেকজন বাংলাদেশির দোকানে থেকে যায়।

ভাগ্যের নির্মম পরিহাস রাতে সেই দোকানেও ডাকাতি হয়। এতে রেজাউল সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়। সেখানকার সকল প্রবাসীরা এ ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করছে।

বর্তমানে দুইজনই আশংকাজনক অবস্থায় স্থানীয় দুইটি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন। লিমনের দেশের বাড়ি বিক্রমপুর এবং রেজাউলের দেশের বাড়ি মানিকগঞ্জ।