খেলাধুলা | তারিখঃ ডিসেম্বর ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 379 বার
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে মৌসুমের প্রথম গোল পেয়েছেন নেইমার। তার নিজের গোল ছাড়িয়ে ব্রাজিলিয়ান তারকা মন কেড়েছেন চোখ ধাঁধাঁনো পারফরম্যান্স দিয়ে। নিজে এক গোল করেছেন, দুই গোল করিয়েছেন। ওদিকে এমবাপ্পেও দুই গোল করিয়েছেন। নিজে একবার বল জড়িয়েছেন জালে।
নেইমার, এমবাপ্পে, ইকার্দি, কাভানি মিলিয়ে তারকা খচিত দল পিএসজি। তারা চারজনই গোল করেছেন। মধ্যে পাবলো সারাবিয়ার গোলে পিএসজির বিপক্ষে ৫-০ গোলে উড়ে গেছে গ্যালাতাসারে।
পিএসজি তাদের ছয় ম্যাচ থেকে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৭ গোল। গ্রুপ পর্বে তাদের চেয়ে বেশি গোল করেছে কেবল বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে টমাস টাখেলের দল বুঝিয়ে দিয়েছে তারা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত।
ম্যাচের ৩২ মিনিটে এমবপ্পের দেওয়া বল ধরে গোল করে দলকে প্রথম লিড এনে দেন মাউরো ইকার্দি। তিন মিনিট পরেই নেইমারের পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন সারাবিয়া। দ্বিতীয়ার্ধে শুরুতে নেইমারকে দিয়ে গোল করার এমবাপ্পে। ম্যাচের ৬৪ মিনিটে ঋণ শোধ দেন নেইমার। গোল করার এমবাপ্পেকে দিয়ে। এরপর ম্যাচের ৮৪ মিনিটে এডিনসন কাভানি পেনাল্টি থেকে গোল করে দলেল ব্যবধান ৫-০ করে।
Leave a Reply