আজকালকার দিনে আমরা সবাই নিজের নিজের জন্মদিন জানি। একে অন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানানোটাও এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমাদের। কিন্তু আপনার এই যে জন্মদিন, সেটা কি শুধুই একটি সংখ্যা? নাকি এরও রয়েছে কোনও তাৎপর্য? নিউমারোলজি বা সংখ্যাতত্ব অনুযায়ী, আপনার ব্যক্তিত্বের ওপর এই জন্মদিনের রয়েছে অনেক বড় প্রভাব। আসুন জেনে নেওয়া যাক আপনার জন্ম যদি ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে হয়, তবে তা আপনার ব্যক্তিত্বের বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে কী রূপ প্রভাব বিস্তার করে।

দেখে নেওয়া যাক আপনার ভাগ্যফলের সংক্ষিপ্ত রূপ:

১. বিদ্যা: যথেষ্ট ভাল, নানা শাস্ত্রে ব্যুৎপত্তি।

২. চরিত্র: ধার্মিক, সংস্কার মুক্ত।

৩. মন: সৎ ও সরল, সামান্য সন্দেহযুক্ত।

৪. প্রতিভা: শিল্পে, ফাটকাবাজিতে।

৫. প্রেম: আড়ম্বর শূন্য, স্নেহের কাঙাল।

৬. বিবাহিত জীবন: মোটামুটি।

৭. প্রতিষ্ঠা: ২৩ ও ২৬ বছর পর।

৮. রোগ: শ্লেষ্মা, হৃদরোগ, লিভারের রোগ।

৯. শুভ বার: বৃহষ্পতি, শুক্র।

১০. শুভ সংখ্যা: ৩,৯।

১১. শুভ রং: সাদা ও হলুদ।