জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 491 বার
তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌকা উল্টে অন্তত ৩৫ জন অভিবাসী মারা গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় ৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনী।
জানা যায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে তিউনিশিয়া এখন গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে গত বছর থেকে।
লিবিয়া রুটে অভিবাসীদের নির্যাতন ও হত্যার ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হলে তারা এ রুটটিকে ব্যবহার করছে এখন।
নৌকাটিতে ১৮০ জন যাত্রী ছিল বলে জানা যায়। যাদের অধিকাংশই তিউনিশিয় নাগরিক।
প্রসঙ্গত, তিউনিশিয়ান সহ আফ্রিকার অন্যান্য দেশের কর্মহীন মানুষেরা মৃত্যুঝুঁকি নিয়ে নৌকা করে ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয় উন্নত জীবনের সন্ধানে। -বিবিসি
Leave a Reply